অবশেষে মুখ খুললেন সেনাপ্রধান, দিলেন নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা!

মুখ খুললেন সেনাপ্রধান, দিলেন নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা!
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আহতদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।
আজ রবিবার সেনাবাহিনীর আয়োজনে সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন।
তিনি জানান, এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে ৪,২০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সেনাপ্রধান বলেন, ‘আহতদের সহায়তায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের পাশে দাঁড়িয়েছে।’
আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জাতির গর্ব। আপনাদের মনোবল যেন কখনো ভেঙে না পড়ে। সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে এবং পুনর্বাসনে সর্বাত্মক সহায়তা করবে।’