ধনী হবার পথে মুল বাধা ৩টি

১. ভুল মাইন্ডসেট

২. ভুল এডুকেশন

৩. ব্যয়ের ফাঁদ (টেস্টি ট্র‍্যাপ)

ভুল মাইন্ডসেট

ছোট বেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় টাকা পয়সা অনেক খারাপ জিনিস। অর্থই অনর্থের মূল। প্রকৃতপক্ষে অর্থ অনর্থ নয়, আভিজাত্যের মূল। অনেক সমস্যার সমাধান এই অর্থ।বাবা মায়েরা শেখায়, ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই। ধনী-গরীবের মাঝে এক বিশাল বিভেদ। ধনী মানেই যেন খারাপ মানুষ। বৈধভাবে, সৎ পথেও যে ধনী হওয়া যায় এটা আমাদের মাথায় কাজ করে না। জীবনে টাকার প্রয়োজন অনেক; তবু নিজের অজান্তেই টাকার ব্যাপারে নেগেটিভ চিন্তা করি।

ভুল এডুকেশন

পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমে কোন পড়াশোনা নেই। আর যতটুকু শিখছি বেশিভাগই মিথ। ইভেন ব্যাংকিং ও অর্থনীতির পাঠ্যসূচিতেও ইন ডেপথ অনেক লেসন শেখানো হয় না।

“THE BIGGEST DIFFERENCE BETWEEN
RICH PEOPLE AND POOR PEOPLE
IS NOT IN HOW MUCH MONEY THEY MAKE, BUT IN HOW THEY THINK.”

“বিশ্ববিদ্যালয়গুলোতে শেখানো অর্থনীতি বাস্তবভিত্তিক না।
বিশ্বব্যবস্থা কীভাবে চলছে তা বুঝতে সম্পূর্ণ নতুন ধারার অর্থনীতির পাঠ প্রয়োজন। “
-রিচার্ড ভার্নার
কেন্দ্রীয় ব্যংক গবেষক, ইনভেস্টমেন্ট স্ট্রাটেজিস্ট।

ব্যয়ের ফাঁদ ( টেস্টি ট্র‍্যাপ)

জানলে অবাক হবেন;আপনার টাকা নেয়ার জন্য বিভিন্ন ব্র‍্যান্ড ফাঁদ পেতে রেখেছে। মনিটারি সিস্টেম কিভাবে আপনাকে ঋণগ্রস্ত করছে। এখনকার দিনে যতই আয় করেন, ব্যয়ের সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে পারেন না। কারণ আপনার ইমোশনকে ট্রিগার করে বিভিন্ন টেস্টি ট্র‍্যাপ তৈরি করা হয়; যাতে আপনি অপ্রয়োজনীয় জিনিসে টাকা ব্যয় করতে বাধ্য হন।

কেন চাইলেও পকেটে টাকা রাখা যায় না?এই বিষয়ে আমরা ডিপ ডাউন কথা বলবো এই কোর্সে।দিস কোর্স ইজ আ কমপ্লিট প্যাকেজ ফর ইয়োর ফিনানশাল লিটারেসি।

অর্থের পিছনে দৌড়ালেই ধনী হওয়া যায় না। দরকার স্কিল, স্ট্রাটেজি ও সিস্টেম। ধনীরা অর্থ বিষয়ে কি জানে, যা গরীবেরা জানে না? এবার জানবেন আপনিও।

রাতারাতি ধনী হওয়া মানে অবৈধ ইনকাম নয়। আমরা এখন এমন পৃথিবীতে বাস করছি যেখানে একদিনেও চাইলে ধনী হওয়া যায়; যদি রাইট সিস্টেম, লেভারেজ, ফ্রেমওয়ার্ক ও মেথড কাজে লাগাতে পারেন।